চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বাংলাদেশ আম জনগণ পার্টির অস্থায়ী উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন ও ভোলাহাট উপজেলা কার্যালয় পরিদর্শন করেছেন জেলা কমিটির সদস্যরা। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১০টায় নাচোলের স্টেশন বাজারে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন এবং সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য মো. রায়হান বাবু। এতে প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির আহ্বায়ক মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সচিব মোহা. জহুরুল ইসলাম, সদস্য শফিকুল ইসলাম ও আব্দুল্লাহ। এছাড়া প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দরা অনুষ্ঠানে যোগ দেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “২০২৫ সালের ১৭ এপ্রিল বাংলাদেশ আম জনগণ পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও অল্প সময়ের মধ্যে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় কমিটি গঠন ও কার্যালয় উদ্বোধন সম্ভব হয়েছে।” তারা আরও জানান, ইতোমধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সব কাগজপত্রও দাখিল করা হয়েছে। এ বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন যে খুব শিগগিরই পার্টি নিবন্ধন লাভ করবে।
বক্তারা বলেন, দেশে রাজনীতি মানেই হরতাল, মিছিল, মিটিং, পিকেটিং আর জ্বালাও-পোড়াও—এই প্রচলিত ধারণা থেকে বের হয়ে আসতে হবে। নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হলে উন্নয়নমুখী ও ইতিবাচক রাজনীতি জরুরি। তারা জানান, আম জনগণ পার্টি ২৭ দফা ইশতেহার নিয়ে কাজ করছে। এর মধ্যে আইনের সুশাসন প্রতিষ্ঠা, নিরাপদ সড়ক, খাদ্য ও জননিরাপত্তা নিশ্চিতকরণ অন্যতম অঙ্গীকার।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নাচোল ও ভোলাহাট উপজেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্তদের হাতে পার্টির গঠনতন্ত্র, রাজনৈতিক ইশতেহার ও ঘোষণাপত্র তুলে দেন।
এদিকে, দুপুরে জেলা কমিটির নেতারা ভোলাহাট উপজেলা কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তারা স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এবং সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।