• 27 Mar, 2023

ধানখালী নৌকার জয় ও চম্পাপুরে নৌকার পরাজয়।

ধানখালী নৌকার জয় ও চম্পাপুরে নৌকার পরাজয়।

ধানখালী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে জনাব শাহজাদা পারভেজ টিনু মৃধা ৫৯৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।অন্যদিকে পার্শ্ববর্তী ইউনিয়ন চম্পাপুরে আনারস প্রতীক নিয়ে জনাব বাবুল মৃধা জয়ী হয়েছেন।


কলাপাড়ার পাঁচ ইউপিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হল আজ। 
গত ২৩ জানুয়ারি নির্বাচন কমিশন এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। ধানখালী, চম্পা পুর, বালিয়াতলী, মিঠাগঞ্জ ও ডাবলুগঞ্জ এই পাঁচ ইউনিয়নে প্রচলিত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ ভোট গ্রহণ প্রক্রিয়া অব্যাহত ছিল। 
এরমধ্যে ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের নির্বাচনী ফলাফল প্রকাশ হয়েছে।ধানখালী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে জনাব শাহজাদা পারভেজ টিনু মৃধা ৫৯৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।অন্যদিকে পার্শ্ববর্তী ইউনিয়ন চম্পাপুরে আনারস প্রতীক নিয়ে জনাব বাবুল মৃধা জয়ী হয়েছেন।  প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট, ৬ জন করে পুলিশ সদস্য ও ১৭ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করেছেন। এছাড়া সার্বক্ষণিক মাঠে ছিল  র্যাব,বিজিবি ও পুলিশের মোবাইল টিম। আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ প্রচেষ্টায় সকল কেন্দ্রের ভোটগ্রহন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

Kishor Kumar

Kishor Kumar

Crime Reporter at Shikkha Totthow