• 27 Mar, 2023

কলাপাড়ায় যুবকের বস্তা বন্দী লাশ উদ্ধার

কলাপাড়ায় যুবকের বস্তা বন্দী লাশ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ইউনিয়ন এর লোন্দা নামক গ্রামে দোলন গাজী(২৬) নামের এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। নিহত দোলন গাজী লোন্দা গ্রামের ফোরকান গাজীর বড় ছেলে।

পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ইউনিয়ন এর লোন্দা নামক গ্রামে দোলন গাজী(২৬) নামের এক যুবকের  বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। নিহত দোলন গাজী লোন্দা গ্রামের ফোরকান গাজীর বড় ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দোলন গাজী গত ৪/৫ দিন আগে তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। তার পরিবারের লোকজন অনেক খোজাখুজির পরেও তাকে খুজে না পেয়ে কলাপাড়া থানায় নিখোজ ডায়েরী করেন।পুলিশ এবং গ্রাম পুলিশ এর তৎপরতায় নিহতের বাড়ির পিছনে তার ব্যবহৃত মোবাইল ফোন,হাতের ঘড়ি, মানিব্যাগ,ব্রেসলেট উদ্ধার করেন।সেই সূত্র ধরে আজ সকালে আনুমানিক ১০ টায় মৃতের বাড়ির পিছনের খাল থেকে নিহত দোলন গাজীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।প্রসাশন কর্তৃক নিহতের মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত চলছে।
নিহতের পরিবার এই নির্মম হত্যাকান্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছেন।।

Kishor Kumar

Kishor Kumar

Crime Reporter at Shikkha Totthow