নিজস্ব সংবাদদাতাঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি মোঃ সাগর মৃধা (২৬) নামে এক যুবককে আটক করেছে বরিশাল র্যাব-৮ এর একটি টিম।
রবিবার (৩ জুলাই) উপজেলার প্রাণকেন্দ্র সুবিদখালী বাজারের স্টীল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে রাত সাড়ে ১২ টায় মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব।
গ্রেপ্তারকৃত সাগর উপজেলার দেউলী সুবিদখালী সদর ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামের ইউসুফ মৃধার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ৩ জুলাই রাত সাড়ে ১২ টায় র্যাব-৮ বরিশাল রেঞ্জের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুর রহিম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে মোঃ সাগর মৃধার কাছ থেকে উদ্ধারকৃত ১০১ ( একশত এক) পিস ইয়াবাসহ তাকে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করেন।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, র্যাবের একটি আভিধানিক দল মোঃ সাগর মৃধাকে ১০১ পিস ইয়াবাসহ গ্রেফতার পূর্বক থানায় সোপর্দ করিলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা রুজু হয়।