Dark Mode
  • Wednesday, 01 December 2021
কলাপাড়ায় গনপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কলাপাড়ায় গনপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় গনপ্রকৌশল দিবস-২০২১ ও আইডিইবির ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। "সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা" প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল দশটায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কলাপাড়া শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলাপাড়া প্রেসক্লাবের সম্মুখ্যে আলোচনা সভায় মিলিত হয়। সরকারী খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল হকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, আইডিইবি কলাপাড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক প্রকৌশলী রাইসুল ইসলাম, হাজী ইসমাইল তালুকদার পলিটেকনিক ইনষ্টিটিউটের অধ্যক্ষ আবু সালেহ ও পায়রা বন্দরের প্রকৌশলী মো.শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত প্রকৌশলীবৃন এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর। 
 
সমাবেশে বক্তারা, ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে ৩ বছরে রুপান্তর না করা, ইমারত নির্মান ২০০৮ ও বিল্ডিং কোড ২০২০ বিধিমালায় জনস্বার্থবিরোধী ধারা-উপধারা সংশোধন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ইনক্রিমেন্ট পদোন্নতী কোটা উন্নতি করনসহ বেতন ও পদবি নির্ধারন, পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা, ল্যাব, শ্রেনী কক্ষ এবং শিক্ষকদের পদোন্নতি ও বেতন ভাতা বৃদ্ধির দাবি জানান। 
শেয়ার করুন :

মন্তব্য করুন

You May Also Like