Dark Mode
  • Saturday, 16 October 2021
স্মার্ট কার্ডের ভুল সংশোধন করে নতুন স্মার্ট কার্ড নিলেন কাউন্সিলর মুরাদ

স্মার্ট কার্ডের ভুল সংশোধন করে নতুন স্মার্ট কার্ড নিলেন কাউন্সিলর মুরাদ

মেহেদী হাসান প্রান্ত নাঃগঞ্জ জেলা প্রতিনিধিঃ
 
২০ সেপ্টেম্বর বন্দর উপজেলা নির্বাচন অফিসে  নারায়নগঞ্জ সিটি করর্পোরেশন এর ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম নবী মুরাদ হাতে জাতীয় পরিচয় পত্র ( স্মার্ট কার্ড) তুলে দেন  বন্দর উপজেলার নির্বাচন অফিসার আব্দুল কাদির।
 
 
এসময় কাউন্সিলর গোলাম নবী মুরাদ শিক্ষা তথ্য'র নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিকে এক সাক্ষাৎকারে বলেন, আমার জাতীয় পরিচয় পত্রের ঠিকানায় কিছু সংশোধনী ছিল, আমাদের বন্দর উপজেলার নির্বাচন অফিসার আব্দুল কাদির একজন ভালো এবং বিচক্ষণ মানুষ তিনি সকলের প্রতি খেয়াল রাখেন। আমার স্মার্ট কার্ডটি একটু সমস্যায় হয়ে ছিলো স্মার্ট কার্ডের পিছনে একটু সমস্যা হওয়ার কারনে আমার কার্ডটি পেতে একটু দেরি হয়ে ছিলো, এ কথাটি বন্দর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল কাদির সাহেব জানতে পারে তারপর তিনি তার নিজ দায়িত্বে আমার এই কার্ডটি সংশোধন করে দেয়। এমন একজন বিচক্ষণ ও নিতীবান মানুষের হাত থেকে কার্ডটি পেয়ে আমি অনেক আনন্দিত।
 
এসময় আরও উপস্থিতি ছিলেন অফিস সহকারী বিল্লাল হোসেন।
শেয়ার করুন :

মন্তব্য করুন