ইয়াহিয়া খান,চৌহালী, সংবাদদাতা: সিরাজগঞ্জের চৌহালীর এনায়েতপুরে খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালন করেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকাল ৯ ঘটিকায় খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্র ও সাধারণ মানুষের ওপর পুলিশের গুলিবর্ষণে রফিক, সালাম, বরকত, জব্বারসহ আরও অনেকে শহীদ হন। তাদের এই আত্মত্যাগের স্মরণে জাতি আজ ‘অমর একুশে’ পালন করছে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়, যা পরবর্তীতে জাতিসংঘের সাধারণ পরিষদও সমর্থন করে।
পুস্পস্তবক অর্পণ শেষে খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোঃ সেলিম রেজা ও প্রধান শিক্ষিকা উম্মে হানী মলি।
পরিশেষে দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ এর সমাপ্তি ঘোষণা করেন অধ্যক্ষ মোঃ সেলিম রেজা।