কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় সাড়ে ৪ ফুট দৈর্ঘ্যের একটি তীব্র বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা। সাপটির নাম শঙ্খিনী হলেও স্থানীয়রা এটিকে দু’মুখো সাপ নামে চিনে। শনিবার সকাল ১০টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর গ্রামের সোলায়মান হাওলাদার নামের এক কৃষকের বাড়ি থেকে জালে পেঁচানো অবস্থায় সাপটি উদ্ধার করা হয়েছে। কালোর মধ্যে হলুদ ডোরাকাটা এ সাপটি উদ্ধার করে ওই এলাকার সংরক্ষিত বনেই অবমুক্ত করা হয়। সাপটি উদ্ধারের সময় এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য আল মুনজির, মাসুদ হাসান ও মো.সুজন উপস্থিত ছিলেন। এর আগে গতকাল একই ইউনিয়নের পশ্চিম হলদিবাড়ি গ্রাম থেকে ৫ ফুট দৈর্ঘ্যের আরও একটি শঙ্খিনী সাপ উদ্ধারের পর অবমুক্ত করে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।
স্বেচ্ছাসেবী প্রানী কল্যান সংগঠন এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য আল মুনজির জানান, সাপটি জালে আটক পড়লে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তারা সাপটি উদ্ধার করি। পরে সাপটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হয়েছে।
কলাপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো.মনিরুল হক বলেন, এনিমেল লাভারস অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় বন্যপ্রানী নিয়ে কাজ করে। বন বিভাগের পক্ষ থেকে তাদের সকল ধরনের সহযোগিতা করা হয়। তারই ধারাবাহিকতায় গতকাল এবং আজ তারা দুটি শঙ্খিনী সাপ উদ্ধারের পর অবমুক্ত করেছে। ভবিষ্যতে তাদের সকল কার্যক্রমে বন বিভাগ সহযোগিতা করবে।