মু. জিল্লুর রহমান জুয়েল, ষ্টাফ রিপোর্টার।(পটুয়াখালী):” তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ” এর শ্লোগান নিয়ে কৃষি প্রনোদনা ২০২৪- ২৫ কর্মসূচীর আওতায় সমলয় চাষাবাদে ( Synchronize Cultivation) এর ব্লক প্রদর্শনীর ট্রেতে উৎপাদিত চারা রাইসট্রান্স প্লান্টারের সাহায্যে রোপণ কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠানে “কৃষক আছে বলেই’ দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে” প্রধান অতিথি হিসেবে পটুয়াখালী জেলা প্রশাসক জনাব, আবু হাসনাত মোহাম্মদ আরেফিন তিনি এ কথা বলেন।
২২ জানুয়ারি বুধবার বেলা ১১ টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের মুরাদ নগর এলাকায় নির্বাহী অফিসার মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রায় দুই শতাধিক স্থানীয় কৃষক- কৃষাণীদের অংশ গ্রহনের মাধ্যমে গলাচিপা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গলাচিপা’র আয়োজনে বর্ণাঢ্য আয়োজনে ‘সমলয়’ কর্মসূচী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি আরো বলেন, কৃষক জনগোষ্ঠী আমাদের দেশের আশীর্বাদ, তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে দেশে শস্য ভান্ডার সমৃদ্ধি দিকে এগিয়ে যাচ্ছে, বর্রষা ও রবি মৌসুমে আমাদের চাষি ভাইদের কৃষি প্রণোদনার পাশাপাশি পানির অভাবে যেন কোন সমস্যার সম্মুখীন হতে না হয়, তার জন্য আমরা খাল খনন কর্মসূচী গ্রহণ করেছি, কেননা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রথম খাল খনন কর্মসূচী গ্রহণ করেছিলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালীর উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) মোঃ নজরুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ খায়রুল ইসলাম মল্লিক।
বিশেষ অতিথি, নজরুল ইসলাম বলেন, আমরা কৃষি নির্ভর সম্ভাবনাময়, গলাচিপা উপজেলাকে তারুণ্যের ভাবনায় আগামীর গলাচিপা ভাবতে চাই। কারণ, এ অঞ্চলে কৃষক জনগোষ্ঠীর আত্নবিশ্বাসী হয়ে বিভিন্ন কৃষি পণ্য উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং নিজেদের চাহিদা মিটিয়ে কৃষি পণ্য রপ্তানি করে স্বাবলম্বী হচ্ছেন। তাই কৃষক জনগোষ্ঠীর চাহিদা অনুযায়ী সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে বলে অভিমত প্রকাশ করেন।
“সমলয়” শুভ উদ্বোধনের স্বাগত বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার। এছাড়া সহকারী কমিশনার( ভূমি) মোঃ নাছিম রেজা, গলাচিপা থানার ওসি মোঃ আসাদুর রহমান, উপজেলার বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল সত্তার হাওলাদার, গনঅধিকার পরিষদের গলাচিপা উপজেলার আহবায়ক মোঃ হাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা শাখার আমীর ডাঃ মোঃ জাকির হোসেন উপস্থিত ছিলেন। প্রেসক্লাব সভাপতি খালেদ হোসন মিল্টন কৃষি বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন এবং তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ” এর শ্লোগান নিয়ে কৃষি প্রনোদনা ২০২৪- ২৫ কর্মসূচীর স্বাগত জানান। এসময় সাংবাদিক মু. সোহাগ রহমান, মু. জিল্লুর রহমান জুয়েল, মোঃ উজ্জ্বল ও শিশির রঞ্জন হাওলাদার সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী বৃন্দরাও অংশগ্রহণ করেন।