1. [email protected] : Gk Russel : Gk Russel
  2. [email protected] : stnews :
গাজীপুর সাফারি পার্কে টুরিস্ট পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
“রাতে পড়া, দিনে চা বিক্রি “চলছে পিন্টুর জীবন যুদ্ধ খুলনা ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব পুশ করায় মোবাইল কোটে জরিমানা ৫৩-বিজিবির অভিযানে সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার আজ ফাইজার শুভ জন্মদিন উপলক্ষ্যে কেক কর্তন! আইলপাড়া এলাকায় মানব কল্যাণ পরিষদের কম্বল বিতরণ কৃষক আছে বলেই’ দেশ কৃষি সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে” জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিশাল এক মিছিল নিয়ে যোগদান রূপগঞ্জে প্রগতি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ পিঠা উৎসব অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা প্রতিবাদ মুন্সীগঞ্জে পাসপোর্ট অফিসের বাহিরে কম্পিউটার দোকান আড়াঁলে দালাল সিন্ডিকেট

গাজীপুর সাফারি পার্কে টুরিস্ট পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৪১ Time View

রাকিব হোসেন মিলন বিশেষ প্রতিনিধি।গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন সাফারি পার্ক এলাকায় গতকাল এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় আয়োজিত এই সভায় নবগঠিত টুরিস্ট পুলিশ কমিউনিটি পুলিশিং সদস্যদের সংবর্ধনা দেওয়া হয় এবং পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে সাফল্যমণ্ডিত একটি কার্যকরী পরিকল্পনা গঠন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত ডিআইজি (ঢাকা-ময়মনসিংহ-সিলেট ডিভিশন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব নাদিয়া ফারজানা এবং সহকারী বন সংরক্ষক জনাব মোঃ রফিকুল ইসলাম। সভার সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইদুর রহমান সুরুজ।

সভাটি শুরু হয় নবগঠিত কমিউনিটি পুলিশিং সদস্যদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে। প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের দায়িত্ব পালনে উৎসাহ দেন।

পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম তার বক্তব্যে নবগঠিত কমিটির ভূমিকাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, “সাফারি পার্কের নিরাপত্তা এবং পর্যটকদের সেবা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিং সদস্যদের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। যে কোনো প্রয়োজনে টুরিস্ট পুলিশ গাজীপুর জোন তাদের পাশে থাকবে।”

প্রধান অতিথি জনাব মোঃ সাখাওয়াত হোসেন বলেন, “সাফারি পার্ক এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে এই কমিটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।”

সভাপতি জনাব মোঃ সাইদুর রহমান সুরুজ বলেন, “সাফারি পার্ক এলাকার অপরাধ নিয়ন্ত্রণ এবং পর্যটন শিল্পের সুরক্ষায় এই কমিটির সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করবে। এতে স্থানীয় জনসাধারণ এবং পর্যটকদের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে।”

সভায় কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করেন। তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালনে প্রতিশ্রুতিবদ্ধ থাকার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর (অপারেশন) মোঃ সিদ্দিকুর রহমান সাজ্জাদ। মতবিনিময় সভাটি সবার অংশগ্রহণে সাফল্যের সাথে শেষ হয়।

এ ধরনের উদ্যোগ শুধু পর্যটন শিল্পে সুরক্ষা বাড়াবে না, বরং পর্যটকদের জন্য নিরাপদ ও সুখকর অভিজ্ঞতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি