কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়ায় দারুল ইহসান ট্রাষ্ট, এর ৮ম বার্ষিক সাধারণ সভা ও সুধী সমাবেশ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) সকালে দারুল ইহসান ট্রাষ্ট মিলনায়তনে সুধী সমাবেশে মুনিবুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক লিমিটেডের শরীয়াহ সুপারভাইজারী কমিটির সদস্য সচিব,ও বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট জামে মসজিদের খতিব অধ্যাপক শায়েখ ড. মুহাম্মদ আবদুস সামাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ও সহকারী প্রক্টর, মুতাসিম বিল্লাহ। দারুল ইহসান ট্রাষ্টের সাবেক সভাপতি ডা: মাহফুজুর রহমান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক চান মিয়া খান, দারুল ইহসান মডেল মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আবদুল মোমেন, খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসার শিক্ষক মাওলানা ফোরকানুল ইসলাম।
সুধী সমাবেশের আগে ৮ম বার্ষিক সাধারণ সভায় সমিতির সদস্যদের উদ্দেশ্যে বার্ষিক প্রতিবেদন, হিসেব নিকেস পেশ করা হয়। এতে উপস্থিত সকলেই ট্রাষ্টের উন্নতির জন্য পরামর্শ দেন।