1. [email protected] : Gk Russel : Gk Russel
  2. [email protected] : stnews :
পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে চালু হলো যাত্রীবাহী ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ট্রেন - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ পথে অনুপ্রবেশের সময় শিশুসহ ১৬ বাংলাদেশী নারী-পুরুষ আটক লামায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ভাংচুর লুটপাট ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন বন্দরে প্রায়ত অটো চালক আলীর রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও কাঙ্গালী ভোজ অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটায় ফুলপুরে এক ব্যবসায়ীকে জরিমানা লামায় বালু সন্ত্রাসে ক্ষতবিক্ষত খাল-ছড়া  ক্ষমতাচ্যুত আ.লীগ জনগণ থেকে সম্পূর্ণরুপে বিচ্ছিন্ন ছিল: আমিনুল হক যৌথবাহিনীর অভিযানে ময়মনসিংহে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, দৈনিক জাহান পত্রিকার মালিক সহ আটক-৩ গলাচিপায় কন্যা শিশুর ভ্রুণ উদ্ধার লক্ষ্মীপুরের সেই ভুয়া সমন্বয়ককে ‘গণধোলাই’ দিল জনতা একটি হারানো বিজ্ঞপ্তি

পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে চালু হলো যাত্রীবাহী ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ট্রেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫ Time View

বেনাপোল প্রতিনিধিঃ  প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ট্রেনে আসন সংখ্যা রয়েছে ৭৬৮টি।এর মধ্যে আছে এসি কেবিন ৪৮টি,এসি চেয়ার ৩২০টি ও শোভন চেয়ার ৪০০টি। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ট্রেনটি বিকাল ৪টা ৩৮ মিনিটে ১২টি বগিতে ৯২৭ জন যাত্রী নিয়ে বেনাপোল স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। যা পৌনে ৪ ঘণ্টা সময় নিয়ে ঢাকায় পৌঁছাবে। যার ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি কেবিন ১০৪১ টাকা, এসি চেয়ার ৮৬৯ টাকা এবং শোভন চেয়ার ৪৫৫ টাকা।  বেনাপোল রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেনটি চলাচলের শুভ উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান,উপজেলা ভূমি কর্মকর্তা নুসরাত ইয়াসিন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া। এ সময় জেলা প্রশাসক যাত্রীদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।  ‘রুপসী বাংলা ‘এক্সপ্রেস ট্রেনের যাত্রী মাহমুদা আক্তার বলেন, অনেকদিন আশায় ছিলাম পদ্মাসেতু হয়ে ট্রেনে করে কবে ঢাকা যাব। আজ সেই আশা পূরন হলো। চালুর প্রথম দিনে যাত্রী হতে পেরে খুব ভালো লাগছে।  বেনাপোল সিএন্ডএফ ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, বেনাপোল বাসির আরও একটি স্বপ্নপূরণ হলো। বেনাপোল এক্সপ্রেস,র পাশাপাশি ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ নামে আরও একটি এক্সপ্রেস ট্রেন চালু হলো। এখন থেকে বাসে জন্য ঘন্টার পর ঘন্টা আর অপেক্ষা করতে হবেনা। মাত্র ৪ ঘন্টায় ঢাকা যেতে পারব ভেবে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি।  বেনাপোল রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. সাইদুজ্জামান বলেন, ‘রূপসী বাংলা’ সপ্তাহে ৭ দিনের মধ্যে সোমবার বন্ধ থাকবে। বর্তমানে ট্রেনযোগে ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী হয়ে বেনাপোল যেতে ৭ ঘণ্টা ৩৫ মিনিট সময় লাগে।সেখান পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল সময় লাগবে মাত্র ৩ ঘন্টা ৪০ মিনিট।  পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু হলে যাত্রীদের বেনাপোল থেকে ঢাকা যেতে প্রায় ৪ ঘণ্টা সময় বাঁচবে বলে ও জানান তিনি। তিনি আরও বলেন, বেনাপোল থেকে ৮২৭/৮২৮ ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ঢাকা থেকে সকাল পৌঁনে ১১টায় ছেড়ে দুপুর ২টা ২৫ মিনিটে বেনাপোল পৌঁছাবে। আর বেনাপোল থেকে বিকাল সাড়ে ৩টায় ছেড়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা পৌঁছাবে। এছাড়া ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন থেকে যাত্রী ওঠাবে বলেও জানান ওই স্টেশন মাস্টার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি