তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে ১৬ই ফেব্রুয়ারি রবিবার সড়ক দুর্ঘটনায় মাদ্রাসায় পড়ুয়া এক শিশু ছাত্র নিহত হয়েছে। নিহত আল মুবিন(১০) ফুলপুর পৌরসভার গোদারিয়া গ্রামের ফুলপুর বাসস্ট্যান্ডের ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ী এহছানুল হকের একমাত্র ছেলে। সে স্থানীয় মাদ্রাসার ছাত্র। স্থানীয়রা জানান, পৌরসভার গোদারিয়ার আঞ্চলিক সড়কে রবিবার দুপুর ১২টায় গোদারিয়া নামক স্থানে শিশু আল মুবিন রাস্তা পারাপারের সময় মাটি কাটার একটি ড্রাম ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনা ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি সংবাদকর্মী তপু রায়হান রাব্বিকে জানান, ড্রাইভার পালিয়ে গেলেও ঘাতক ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। তবে এ বিষয়ে নিহতের পরিবার ফুলপুর থানায় একটি লিখিত অভিযোগ করে শিশুটির মরদহয় নিয়ে গেছেন।