নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলার বন্দরের শান্তিনগরে আলহেরা সুন্নিয়া শান্তিনগর নামের একটি মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার (১৭ জানুয়ারী) বাদ আছর মিলাদ ও দোয়ার মাহফিলের মাধ্যমে দ্বীনি এ প্রতিষ্ঠানটি তাদের যাত্রা শুরু করে।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- দারুন নাজাত খানকায়ে ফুরফুরা শরীফ নারায়ণগঞ্জের পীর আল্লামা কাজী মেফতাহ উদ্দিন জসিম।
বন্দর মদনগঞ্জ গাউছুল আজম জামে মসজিদের সভাপতি হাজী মোঃ কফিল উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, আলহেরা সুন্নিয়া শান্তিনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম মাদবর, মাদ্রাসার পরিচালক মোঃ জুয়াদুল ইসলাম জুয়েল, পরিচালক জিয়াউর রহমান জিন্নাহ, মাদ্রাসার মুহতামীম মুফতি আব্দুর রশিদ প্রমূখ।