অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টাসহ সকলের প্রতি আহবান জানিয়ে মোমিন মেহেদী বলেছেন, দয়া করে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নিন যাতে দেশে ব্যাংক ডাকাতির মত ঘটনা আর যেন না ঘটে। একই সাথে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখকে পরিকল্পিত পদক্ষেপ নিন। তা না হলে জনগণ বিতশ্রদ্ধ হয়ে উঠতে পারে। যা কোনোভাবেই দেশ বা মানুষের জন্য কল্যাণকর হবে না। নতুনধারার যুগপূর্তি বাস্তবায়ন উপলক্ষে এক প্রস্তুতি সভায় নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান উপরোক্ত কথা বলেন।
রাজধানীর তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত কর্মসূচিতে তিনি আরো বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা রাজনীতির নামে মানুষ হত্যা-হামলা বা মিথ্যে মামলা থেকে মুক্ত একটা দেশ চায়। আর সেই লক্ষ্যেই জুলাই-আগস্ট আন্দোলন করেছে, জীবন দিয়েছে। তাদের কথা মনে রেখে হলেও কঠোরভাবে বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ নিন। দ্রব্যমূল্য কমাতে নতুনধারার ৪ দফা বাস্তবায়ন করুন। সভায় প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।