মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়নগঞ্জের রূপগঞ্জে চেক জালিয়াতি মামলার আসামি আনোয়ার হোসেন মেহেদী’কে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়। আসামি আনোয়ার হোসেন মেহেদী মোঃ শফি উদ্দিনের ছেলে বর্তমানে বরপা আবু সিদ্দিকের বাড়িতে ভাড়া থাকেন। মামালা সূত্রে জানা যায়, একই এলাকার আয়েছ আলী ভূইয়ার ছেলে মোয়াশেল ভূইয়ার কাছ থেকে যৌথ ব্যবসার কথা বলে আনোয়ার হোসেন মেহেদী দুটি চেক প্রদানের মাধ্যমে ১২ লাখ টাকা যৌথ ব্যবসার জন্য ধার নেন। পরে চেকের মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গেলে একাউন্টে টাকা নেই বলে জানা যায়। ভোক্তভোগী মোয়াশেল টাকা চাইলে তালবাহানা শুরু করেন। মোয়াশেল ভূইয়া গত ১২ সেপ্টেম্বর ব্যাংক থেকে চেক বিজোর্নার করে নারায়ণগঞ্জ কোর্টে একটি মামলা দায়ের করেন আনোয়ার হোসেন মেহেদীর নামে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, অভিযুক্ত আসামি আনোয়ার হোসেন মেহেদীকে ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।