রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের পূর্ব আবুরখীল তালুকদার পাড়ায় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ১৭তম সংঘনায়ক দ্যুবরাজ মহাস্থবির কর্তৃক প্রতিষ্ঠিত প্রাচীনতম বৌদ্ধ বিহার শান্তিময় বিহারের নবরূপকার,বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা কর্মবীর অধ্যক্ষ প্রয়াত ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের মহোদয়ের ১৭ তম প্রয়ান দিবস উপলক্ষে “অষ্টপরিষ্কার দান ও সংঘদান”এবং স্মরণ সভায় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পাঁচ গুনী বৌদ্ধ ভিক্ষুকে সংবর্ধিত করা হয়েছে।কর্মবীর প্রজ্ঞানন্দ মহাথের’র নিজ বাড়িতে এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ-সংঘনায়ক রতনশ্রী মহাথের।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক শিক্ষক সুনন্দ মহাথের।স্মরণ সভা উদ্বোধন করেন শান্তিময় বিহারের অধ্যক্ষ বুদ্ধানন্দ থের।ভদন্ত শাসনমিত্র ভিক্ষুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শান্তিময় বিহার পরিচালনা কমিটির সভাপতি রুপতি রঞ্জন বড়ুয়া।শুভেচ্ছা বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সাবেক সভাপতি সাংবাদিক রতন বড়ুয়া।স্মরণ সভায় প্রধান ধর্ম দশকের আসন গ্রহণ করেন ডক্টর প্রিয়দর্শী মহাদের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক বিপুলানন্দ মহাথের, বিদর্শন সাধক ভদন্ত সচ্ছিতানন্দ মহাথের,ভদন্ত ধর্মানন্দ মহাথের,সুখানন্দ থের, করুণাপ্রিয় থের, ধর্মানন্দ ভিক্ষু, মেত্তাশ্রী ভিক্ষু, জ্ঞানপাল ভিক্ষু, শুভানন্দ ভিক্ষু,রতনানন্দ ভিক্ষু, শ্রদ্ধানন্দ ভিক্ষু।সংবর্ধিত গুনীজনরা হলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ-সংঘনায়ক ভদন্ত রতনশ্রী মহাথের, সহ-উপসংঘনায়ক শিক্ষাবিদ সুনন্দ মহাথের,বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি জ্ঞানানন্দ মহাথের, ভদন্ত পূর্ণানন্দ মহাথের, ভদন্ত করুনাশ্রী মহাথের।