আমতলীতে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী শহর প্রদিক্ষণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. আব্দুল্লাহ আল জাহেরের সভাপত্বি আলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামাল হোসাইন, মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার। প্রধান শিক্ষক জাকির হোসেন, সাংবাদিক মো. জাকির হোসেন, সাংবাদিক হায়তুজ্জামান মিরাজ ও মো. আবু সাইদ খোকন প্রমুখ। র্যালী ও আলোচনা সভায় সিপিপির স্বেচ্ছাসেবকগন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী ও ফায়ার সার্ভিসে কর্মরতরা উপস্থিত ছিলেন।