1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় জালপাতাকে কেন্দ্র করে অতর্কিত হামলা, গুরুতর আহত-২ - শিক্ষা তথ্য
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে নির্মিত এশিয়ান হাইওয়ে সড়কের বালু অবাধে চুরি খাগড়াছড়ির সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকতে ওয়াদুদ ভুইয়ার বিকল্প নাই- এড. আঃ মালেক মিন্টু রূপগঞ্জে ময়লার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু সাংবাদিক শিপন আহমেদ এর মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র শোক প্রাক দীপাবলীতে সেজে উঠেছে কলকাতার বিভিন্ন মার্কেট আলো ও প্রদীপে ,জমে উঠেছে ক্রেতাদের ভীড় ঢাকা মেডিকেলে ডাক্তার–ডায়াগনস্টিক সিন্ডিকেটের দৌরাত্ম্য! ভুক্তভোগী রোগী ভুল চিকিৎসা ও অযথা টেস্টের শিকার** বখাটে মারুফ আপেলের কান্ড!! স্কুল নবম শ্রেণির মিরাকে অপহরন আগামীর স্বপ্নপূরণে মাদরাসার শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে—ধর্ম উপদেষ্টা মতলব উত্তরে উপজেলা প্রশাসনের সকল প্রোগ্রাম বয়কটের ঘোষণা সাংবাদিকদের

কলাপাড়ায় জালপাতাকে কেন্দ্র করে অতর্কিত হামলা, গুরুতর আহত-২

Reporter Name
  • Update Time : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২০৯ Time View

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় পূর্ব শত্রুতার জের এবং জাল পাতাকে কেন্দ্র করে যুবকের উপর হামলার অভিযোগ উঠেছে। রবিবার(৩০ মার্চ) রাত সাড়ে দশটায় দিকে উপজেলার পশ্চিম মধুখালী সিকদার বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। এতে জলিল শিকদারের ছেলে বেলাল শিকদার (৪৫) এর মাথায় গুরুত্ব আঘাতপ্রাপ্ত হয়। এছাড়াও বাচ্চু শিকদার (৩২)এর শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের চাঁদ রাত দশটার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আলমগীর সিকদারের ছেলে বাচ্চু শিকদারের সাথে জালপাতাকে কেন্দ্র করে একই এলাকার মালেক শিকদারের ছেলে জাকির শিকদার (৩৮) এর কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে অতর্কিত হামলা চালায় জাকির শিকদার, তার ভাই সবুজ সিকদার(৩৫), ছেলে অলিউল সিকদার(২২), স্ত্রী নিলুফা বেগম(৩০) এবং তাদের আত্নীয় জাকারিয়া(২৫)। বাচ্চুর ডাকচিৎকার শুনে তাকে বাচাতে তার চাচা বেলাল সিকদার এগিয়ে আসলে অভিযুক্তরা তার মাথায় আঘাত করে গুরুতর জখম করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। আহত বাচ্চু সিকদার বলেন, পূর্ব শত্রুতা ছিল। কিন্তু এভাবে হটাৎ পরিকল্পিত ভাবে আক্রমণ করবে বুঝতে পারিনি। আমার সারা গায়ে জখম করেছে। এবং আমার চাচার মাথায় আঘাত করেছে। আহত বেলাল সিকদার বলেন, আল্লাহর রহমতে এ যাত্রায় বেচেঁ গেছি।

কারণ তাদের সাথে আমার কোন দ্বন্দ্ব না থাকলেও হত্যার উদ্দেশ্যেই আমার মাথায় আঘাত করেছেন।আমি তাদের বিচার চাই। অভিযুক্ত জাকির সিকদারের মোবাইলে কল দিলে অপর অভিযুক্ত তার স্ত্রী নিলুফা বেগম বলেন, বেলাল সিকদার এবং বাচ্চু সিকদার আমাদের আত্নীয়। ঘটনার দিন আমাদের ঝাইল বেড় দিয়ে বাচ্চু সিকদার ঘাস জাল পাতে। এবং চায়না জাল দিয়ে এমনভাবে গড়া দেয় যাতে আমাদের জালে মাছ না আসতে পারে। অভিযুক্ত জাকির সিকদার তাকে জাল সরিয়ে নিতে বলে। না সরালে পরে নিজেই সরিয়ে দেয়।

এতে ক্ষিপ্ত হয়ে বাচ্চু সিকদার অকথ্য ভাষায় গালি দেয়। পরে আমার ছেলে অলিউল সিকদার গালি দিতে বারন করলে সে আরও ক্ষিপ্ত হয়। একপর্যায়ে তাদের সাথে দস্তাদস্তি হয়। পরে বাচ্চু সিকদার তার বাড়ির সবাইকে ডাক দিলে বেলাল সিকদারসহ সকলে দা এবং রড নিয়ে এসে আমাদের উপর হামলা করে। অভিযুক্ত জাকির সিকদারের গলা চেপে ধরলে, বাচার জন্য ছুটে আসলে তাদের হাতে থাকা রডের আঘাতে বেলাল সিকদারের মাথা জখম হয়। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি