মোঃ পন্ডিত হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ মাজার গোসল,চাদর চড়ানো মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে মা লাইলি ও মালেকা বেগম ওয়া কফ স্টাট্র ২৯ তম বাৎসরিক তিনদিন ব্যাপী ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ২৬ ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে চর সৈয়দপুর এ ওরশ মোবারকের প্রথম রজনী শুরু হয়। যা গত শুক্রবার ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত চলে। মিলাদ ও দোয়া পরিচালনা করেন দরবার শরীফের গদীনশীন খাদেমুল গোলাম মনর আলী। এ ওরশ মোবারক উপলক্ষে ৩দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়। ১ম দিন গত বুধবার ২৬ ফেব্রুয়ারী বাদ মাগরিব ফাতেহা মিলাদ দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়। ২য় দিন গত বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারী বাদ মাগরিব ফাতেহা মিলাদ দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়। ৩য় দিন গত শুক্রবার ২৮ফেব্রুয়ারী বাদ মাগরিব ফাতেহা মিলাদ দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়। এ ওরশ মোবারক উপলক্ষে বিভিন্ন জেলা থেকে লাইলী পাগলের ভক্তবৃন্দ উপস্থিত হন এ দরবারে। এলাকাবাসী সার্বিক সহযোগীতায় ও পরিচালনায় ছিলেন নবাব আলমগীর কেসি এস আর,নবাব জাহাঙ্গীর আলম,শফিকুলসহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন খাদেম আব্দুল বাতেন সহ বিভিন্ন দরবারের ভক্ত, আশেকান জাকেরান,এলাকার সম্মানিত ব্যক্তিগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানা যায়,বহু বছর ধরেই মালাইলি পাগলের ওরশ মোবারক অনুষ্ঠিত হচ্ছে। আশেকান ভক্তবৃন্দদের উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান দরবার শরীফ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।