সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে জোর পূর্বক ভূমি কুক্ষিগত করার লক্ষ্যে ইঞ্চিন চালিত “স” করাত দিয়ে রাস্তার দুই পাশে রোপিত কদম, আকাশী, মেরা, শিমুল, আম, বরই গাছ সহ বিভিন্ন প্রজাতির ৯টি গাছ কেটে আনুমানিক ৩০ হাজার টাকা ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। এ ঘটনায়
আজ বৃহস্পতিবার ছাতক থানার এসআই সাদেক ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে গতকাল বুধবার (৫ মার্চ) উপজেলার চরমহল্লা ইউনিয়নের
ছোট চরগোবিন্দ গ্রামের মৃত. হাজী রুয়াব আলী মাস্টারের ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এতে একই গ্রামের মৃত. মনফর আলীর ছেলে মুহিবুর রহমান ও যুক্তরাজ্য প্রবাসী মছব্বির আলীকে অভিযুক্ত করা হয়। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার জালালাবাদ মৌজার, জেএল নং- ৩২১, খতিয়ান নং- ৩৭৯, দাগ নং- সাবেক- ৬৭৯, হালে- ৮৭৬, পরিমান ৬০ শতক উক্ত ভূমি নজরুল ইসলাম ও তার সহশরিকানগণ মৌরসী সূত্রে মালিক হন।
অভিযুক্তরাসহ বসত বাড়ির লোকজনের চলাচলের সুবিধার্থে উক্ত ভূমির মাঝ বরাবর ১১ ফুট প্রস্থ ও আনুমানিক ১৫০ ফুট রাস্তা নিম্ন বর্নিত জায়গার উপর দিয়ে সকলের অর্থায়নে পাকা রাস্তা নির্মান করা হয়। অভিযুক্ত মছব্বির আলী যুক্তরাজ্য প্রবাসী। সম্প্রতি দেশে আসেন এবং উক্ত রাস্তাটি আরো বড় করা হবে জানিয়ে দুই পার্শ্বের আরো ভূমি কুক্ষিগত করার অপচেষ্টায় লিপ্ত হয়। গত ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখ সকাল অনুমান সাড়ে ৮ ঘটিকার সময় অভিযুক্তরা জোর পূর্বক ভূমি কুক্ষিগত করার লক্ষ্যে ইঞ্চিন চালিত “স” করাত দ্বারা রাস্তার দুই পাশে বিদ্যমান নজরুল ইসলাম গংদের রোপিত কদম, আকাশী, মেরা, শিমুল, আম, বরই গাছ সহ বিভিন্ন প্রজাতির ৯টি গাছ কেটে আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, নজরুল ইসলাম এতে বাধা প্রদান করেন। কিন্তু অভিযুক্তরা বাধা নিষেধ অমান্য করে নজরুল ইসলামকে অশালীন ভাষায় গালিগালাজ করেন এমনকি নজরুল ইসলামকে মারপিট করিতে উদ্যত হয়। নজরুল ইসলাম শোর চিৎকার করিতে থাকলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করেন। অত;পর অভিযুক্তরা নজরুল ইসলামকে হুমকি দেয় যে, অচিরেই তাকে হত্যা করে রাস্তার দুই পাশের ভূমিসহ যাবতীয় সায়-সম্পত্তি কুক্ষিগত করে নিবে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে ছাতক থানার এসআই সাদেক ঘটনাস্থল পরিদর্শনের সত্যতা নিশ্চিত করেছেন।