সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক ও নিয়মিত মামলায় উপজেলা যুবলীগ নেতা লোকমান হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গণবার দিবাগত রাত ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ এর দিক
নির্দেশনায় এসআই/ছত্তার, এসআই/সিকান্দর, এসআই/আশরাফ, এএসআই/তোহা, এএসআই/সাইফুর, এএসআই/শওকত ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ী গোবিন্দনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লোকমান আহমদ উপজেলা যুবলীগের সহ-সভাপতি, সিলেট মহানগর শ্রমিকলীগের সহ সভাপতি, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সদস্য, গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও উপজেলার গোবিন্দনগর গ্রামের আব্দুল জলিলের ছেলে। পুলিশ সুত্রে জানাযায়, লোকমান হোসেন ছাতক থানার মামলা নং-১৫, তাং- ১০/০২/২০২৫খি এর সন্দিগ্ধ এবং মামলা নং-১৪(৩)২০২৫ এর এজাহারনামীয় আসামী। এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ
মোখলেছুর রহমান আকন্দ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।