পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:- চট্রগ্রামের পটিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের আমানত ফেরত ও সংবর্ধনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ১ মার্চ রবিবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) পটিয়া উপজেলার সভাপতি মোহাম্মদ আবদুল গণির সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, শিক্ষক সমিতি (কামরুজ্জামান) কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবু তাহের, প্রধান অতিথি ছিলেন আবদুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান হাজী আবুল বশর, বিশেষ অতিথি ছিলেন, শিক্ষক সমিতির দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক চক্রশালা হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন,পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়া,কেলিশহর স্কুলের প্রধান শিক্ষক শেখর দাশ গুপ্ত, পিযুষ কুমার দে,সমির কান্তি পাল, লিটন চৌধুরী, জসীম উদ্দীন, মাওলানা মুহাম্মদ ইদ্রিস, সাবেক ছাএনেতা এম এ হান্নান,সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ জামাল উদ্দিন রব্বানী। এতে প্রধান অতিথি আলহাজ্ব আবুল বশর বলেন, শিক্ষক সমাজকে অভুক্ত রেখে কখনো সুশিক্ষা আশা করা যাবে না।অতীতে শিক্ষক সমাজের মৌলিক সমস্যা সমাধানে টেকসই কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। যে কারণে একজন শিক্ষক অবসর গ্রহনের ৫/১০ বছর পরে ও তার নায্য পাওনা গুলো বুঝে পায় না। অথচ বহির্বিশ্বে ১ জন শিক্ষক অবসর গ্রহনের ৫/৭ দিনের মধ্যে তার পাওনা বুঝে পায়। এ বিষয়টি সহ আমাদের দেশের শিক্ষক সমাজের বিদ্যমান সমস্যা সমাধানে আমার প্রানপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)) সরকার গঠন করলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দলের হাই কমান্ড কে আমি অবহিত করবো।পাশাপাশি আমি শিক্ষক সমাজের পাশে থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবো ইনশাল্লাহ।