1. [email protected] : Gk Russel : Gk Russel
  2. [email protected] : stnews :
পটিয়া আমির ভান্ডার দরবারের ওরশ ১৫ জানুয়ারি মাইক ও ডিজে পার্টি নিষিদ্ধ - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ইউএনও এবং খাদ্য কর্মকর্তা অপসারণের দাবিতে পক্ষে-বিপক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এনআইডি সেবা সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে লক্ষ্মীপুর জেলায় অবস্থান কর্মসূচি কলাপাড়ায় রাষ্টীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার দাফন সম্পন্ন লক্ষ্মীপুরে যৌথবাহিনী অভিযানে সদর হাসপাতালে দালাল আটক কলাপাড়ায় স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচিতে নাগরিক সেবা বন্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত ফুলপুরের এক যুবক বাবা-মার ঝগড়া থামাতে ভিডিও কলে থেকে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা গলাচিপায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পটিয়া আমির ভান্ডার দরবারের ওরশ ১৫ জানুয়ারি মাইক ও ডিজে পার্টি নিষিদ্ধ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ৪৩ Time View

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:- ১ মাঘ ১৫ জানুয়ারি বুধবার  পটিয়ায় আমির  ভান্ডার দরবার শরীফের ১৩৯তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে।  ওরশ শরীফ উপলক্ষে এখন থেকেই দুর দূরান্ত থেকে আসতে শুরু করেছেন ভক্তবৃন্দ। মুখরিত হতে শুরু করেছে আমির ভান্ডার দরবার শরীফ এলাকা। আমিরুল আউলিয়া হযরত আমিরুজ্জমান শাহ (র:) এর ওরশ উপলক্ষে এবার বেশ কিছু নির্দেশনা জারির পাশপাশি ভক্তবৃন্দের যাতায়াতের সুৃবিধার্থে এবং শৃঙ্কলা রক্ষায় বিশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। এর মধ্যে মঞ্জিল সমূহে মাইকের ব্যবহার এবং এক পেয়ারের বেশি সাউন্ড ব্যবহার, রেকর্ড করা যেকোন সঙ্গীত ও আশপাশে ডিজে পার্টি নিষিদ্ধ করা হয়েছে। ১৩ জানুয়ারি   সোমবার পটিয়াস্থ আমির ভান্ডার  দরবার শরীফে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ওরশ পরিচালনা ও শৃঙ্কলা কমিটির সদস্য   সাংবাদিক আবেদ আমিরী। এতে উপস্থিত ছিলেন, কমিটির আহবায়ক সাবেক কমিশনার  ইলিয়াছ চৌধুরী ভূট্টো, যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন সোহেল, মোহাম্মদ মনছুর, আবছার উদ্দিন, সাংবাদিক এস. এম.এ কে জাহাঙ্গীর আমিরী, সদস্য সচিব মিজানুর রহমান, সদস্য মনছুর আলম, মোহাম্মদ হারুন, মোহাম্মদ কালাম, মোহাসম্মদ ফারুক, আকবর হোসেন, লোকমান, মানিক, মনজুরুল আলম, আমির ভান্ডার সংসদের সাধারণ সম্পাদক শাহজাদা সৈয়দ আরিফুজ্জমান আমিরী, এতে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আওলাদে আমির ভান্ডারী পীরে কামেল সামূনুর রশিদ শাহ আমিরী প্রমুখ। সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে জানান, ১৪ জানুয়ারি খতমে বুখারী শরীফ ও ১৫ জানুয়ারি ভোর থেকে সম্মিলিত আওলাদে গণের পক্ষে আমির ভান্ডার বড় রওজায় খতমে কোরআ ও মিলাদ শরীফ আদায়। বুধবার ওরশের দিন এশার পর বুধবারের সাপ্তাহিক তাওয়াফ ও সংক্ষিপ্ত মিলাদ অনুষ্ঠান। ওরশের দিন এশার সময় থেকে রাত এগারটা পর্যন্ত মঞ্জিল সমুহে সাউন্ডের ব্যবহার ও বাদ্য-বাজনা সম্পূর্ণ বন্ধ রাখা ও একই সময়ে হাদিয়া তথা পশু দরবারে প্রবেশ করানো নিষিদ্ধ থাকবে। নিষিদ্ধ করা গাড়িযোগে ডিজে পার্টি বন্ধে কঠোর অবস্থান ধরে রাখা। ওরশের দিন দরবারে শুধুমাত্র আজান, ঘোষনা ও সম্মিলিত মিলাদের জন্য কেন্দ্রীয়ভাবে মাইক ছাড়া কোন মঞ্জিলে মাইক ব্যবহার করতে না করা  ও মেমোরী, সিডি বা পেনড্রাইভের দ্বারা রেকর্ড বাজানো পুরোপুরি নিষিদ্ধ থাকবে। সে সাথে আমির ভান্ডার দরবার এলাকায় বসানো যাবে না কোন ধরণের মেলা বা দোকানপাঠ। চলতি বছর আসন্ন ওরশ শরীফ উপলক্ষে আগের বছরের পদক্ষেপ সমূহকে ঠিক রেখে কিছু যুগোপযোগি সিদ্ধান্ত নিয়েছে আমির ভান্ডার সংসদ। এতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি