পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:- চট্টগ্রামের পটিয়া আদালত ও খাসমহল সড়ক ব্যাবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান ও ইফতার মাহফিল গতকাল ৮ মার্চ শনিবার বিকালে সংগঠনের কার্য়লয়ে অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান মাওলানা মোহাম্মদ ইউসুফ জিলানী। উপস্থিত ছিলেন সাবেক কমিশনার আমির হোসেন। মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্বে করেন,পটিয়া আদালত ও খাসমহল সড়ক ব্যাবসায়ী কল্যাণ সমিতির নতুন সভাপতি মুহাম্মদ হারুনুর রশিদ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম তওহীদুল আলম ফারুকীর পরিচালনায়, এতে বক্তব্য রাখেন কেমিস্ট এন্ড ডাগিষ্ট সমিতির উপদেষ্টা আবদুর রাজ্জাক, সংগঠনের সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ ইউনুস, সহ সভাপতি সিমাজু বড়ুয়া (সিমান্ত) সহ সাধারণ সম্পাদক মঈন উদ্দীন কায়সার মামুন,অর্থ সম্পাদক মোহাম্মদ মোহরম আলী,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ আলম, সমাজ কল্যাণ সম্পাদক নুর মোহাম্মদ, প্রচার সম্পাদক মোহাম্মদ রহমত আলী। কার্যকরী সদস্য, তৌহিদুল আলম ,মুহাম্মদ হেলাল উদ্দিন, ,মুহাম্মদ সাইফুদ্দিন, বেলাল উদ্দীন, তৌহিদুল ইসলাম,,সুকুমার শীল ছাড়াও আরোও উপস্থিত ছিলেন ব্যাবাসায়ী দিদারুল আলম, আবদুল কুদ্দুস, মোহাম্মদ ইদ্রিস প্রমুখ।