তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসক মুফিদুল আলম এর নির্দেশনায় ময়মনসিংহের ফুলপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যের হাট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা। জনগণের কথা চিন্তা করে ১০ই মার্চ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মাসব্যাপী এ হাটের শুভ উদ্বোধন করেন। এতে ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, কৃষি অফিসার ফারুক আহমেদ, পিআইও আশীষ কর্মকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক ও ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন। ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, অসহায় ও মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করে এ হাট বসানো হয়েছে। এ হাটে বা স্টল সুলভ মুল্যে নিত্য প্রয়োজনীয় ডিম ও গরুর মাংস, ডিম, খেজুর, ছোলা, সয়াবিন তেল, পিয়াজ, রসুন, মসুর ডাল, আলু, চিনি ইত্যাদি কৃষি পন্য ক্রয় করতে পারবেন। তাছাড়া কৃষকসহ অন্য যে কেউ এই হাটে পন্য বিক্রয়ের জন্য আসতে পারবেন । আরো বলেন সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ হাট চলবে। তবে প্রতি সপ্তাহে ১/২ বার ভর্তূকি মূল্যে গরুর গোস্ত বিক্রয় করা হবে। ১ম দিন সীমিত পরিমাণ ব্যবস্থা থাকলেও চাহিদার প্রেক্ষিতে পণ্যের পরিমাণ ও সংখ্যা বাড়ানো হবে। এ হাটে প্রতিদিন সামান্য পরিমাণে দাম কম/বেশিও হতে পারে।