গত ১২ নভেম্বর আমাদের সংগ্রাম ও শিক্ষা তথ্য নিউজ পোর্টালে “বন্দরে তিন সহোদর ভাই বোনকে কুপিয়ে জখম করলো ছোট ভাই”, শিরোনামে আমাদের জড়িয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রতিবাদ লিপিতে সায়েম উল্লেখ করে বলেন, আমি ও আমার স্ত্রী সুইটি বেগম, সাইদ ও তার স্ত্রী আখি বেগম ও আব্দুল করিম সহ কেউ আবু শাহাদাৎ, শামীম ও লায়লা ইসলামকে কুপিয়ে রক্তাক্ত জখম করিনি। প্রকৃতপক্ষে আমাদের জমিজমা নিয়ে তাদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে আবু শাহদাৎ ৭ নভেম্বর আমার বাড়ির বাহিরে লাগানো সিসি ক্যামেরা চুরি করে নিয়ে যায় এবং ১০ নভেম্বর ঘরের বাহিরের সিসি ক্যামেরা ভেঙে ফেলে। এর কারণ জানতে গেলে উত্তেজিত হয়ে আমার উপর হামলা করে। এক পর্যায়ে তার হাতের বটি দিয়ে আমার বাম হাতে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। এতে আমার স্ত্রী আমাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। আমার ডাক চিৎকারে আমার ছোট ভাই সাইদ এগিয়ে আসলে তাকেও কাঠের ডাসা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে জখম করে। সায়েম প্রতিবাদ লিপিতে আরও উল্লেখ করে বলেন, মূলত হামলার ঘটনা ধামাচাপা দেয়ার জন্য আব শাহাদাৎ মিথ্যা নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং সাংবাদিক ভাইদের কাছে প্রায় ২ বছর আগের ছবি ও ভুল তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন। সংবাদটি আদৌ সত্য নয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।