1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ফুলপুরে জরুরি প্রয়োজন ব্লাড ব্যাংক, বারবার আলোচনা ও স্মারক লিপি প্রদান - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্য চাইতে গিয়ে যুগান্তরের সাংবাদিক আটক বিএমএসএফের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী : তৃণমূল সাংবাদিকতার এক দীপ্ত অভিযাত্রা ফুলপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে ১২ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর সওজ নির্বাহী প্রকৌশলীর ‘গায়েবানা জানাজা অনুষ্ঠিত কলাপাড়ায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, ১৩ ভরি স্বর্ণালঙ্কার ৫০ হাজার টাকা লুট শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত লাশ ময়না তদন্তের জন্য উত্তোলন জল্পনা কল্পনার অবসর ঘটিয়ে ফুলপুর-তারাকান্দায় চালু হতে যাচ্ছে যাত্রীবাহী বিআরটিসি বাস সার্ভিস আজ সাবেক রাষ্ট্রপতি এরশাদ ওসাবেক মেয়র শামসু মাষ্টারে মৃত্যু বার্ষিকী পালন করবে জাতীয় পার্টি হারিয়েছে: ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-এর চেকের পাতা ফুলপুরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

ফুলপুরে জরুরি প্রয়োজন ব্লাড ব্যাংক, বারবার আলোচনা ও স্মারক লিপি প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২০৪ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃময়মনসিংহের ফুলপুরে একটি ব্লাড ব্যাংকের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে স্থানীয় স্বেচ্ছাসেবকরা বারবার আলোচনা ও স্মারক লিপি প্রদান করেও কোন সুফল আজও পাচ্ছে না। তাই আরারো স্থানীয় স্বেচ্ছাসেবকরা নতুন করে স্থানীয় উপজেলা প্রশাসন ও হাসপাতালের কর্তৃপক্ষ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে স্মারকলিপি প্রদান করছেন।
ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্লাড ব্যাংক স্থাপন সম্পর্কিত বিষয় নিয়ে ১৮ই নভেম্বর সোমরার সকালে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা সাথে আলোচনা ও স্মারক লিপি প্রদান করেন স্বেচ্ছায় রক্তদানে আমরা ফুলপুরবাসী সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হোক সহ ফুলপুরের অন্যান্য সংগঠনের স্বেচ্ছাসেবীরাও উপস্থিত ছিলেন। পরে ১৯ই নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাক্তার মোহাম্মদ হুমায়ূন কবিরের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানের আগে জনগণের কল্যাণে উক্ত বিষয়ে আলোচনা করেন প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষদের সাথে আলোচনা করেন তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক। এছাড়াও ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মুহিদুল আলমের সাথেও উক্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। স্বেচ্ছাসেবকদের রিপোর্ট অনুযায়ী ফুলপুর ছাড়াও পার্শ্ববর্তী আরও ৩ থেকে ৪টি উপজেলার (তারাকান্দা, হালুয়াঘাট, ধোবউড়া  এবং নকলার কিছু অঞ্চল) এর রোগী ভৌগলিক/যাতায়াত সুবিধা থাকার কারণে ফুলপুর সরকারি হাসপাতাল এবং বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। অনেক সময় দেখা যায় এইসব রোগীদের জন্য পর্যাপ্ত পরিমান রক্তের প্রয়োজন হয়। আর এই রক্তদাতা গুলো রোগীর আত্মীয়-স্বজন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আসলেও তা পর্যাপ্ত পরিমানে হয় না! কিছু সময় জরুরী রক্তদাতা মেনেজ করার জন্য রোগী লোকদের সিন্ডিকেটের কবলে পড়তে হয় এমনকি অনেক সময় স্বেচ্ছাসেবীদের মেনেজ করা রক্তদাতাও সিন্ডিকেটের হাতে পড়ে যায়। এতে করে রোগীর লোক ও স্বেচ্ছাসেবীদের অনেক হয়রানি হতে হয়। এমতাবস্থায় ফুলপুর হাসপাতালে ব্লাড ব্যাংক থাকলে জরুরী রোগী সহজেই রক্ত পেয়ে যেতো ও স্বেচ্ছাসেবীদের কাজের জন্য কাজ করাও অনেকেটাই সহজ হয়ে যেতো। স্বেচ্ছায় রক্তদানে আমরা ফুলপুরবাসী,  তাক্ওয়া অসহায় সেবা সংস্থা সহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নতিকরণ সহ ফুলপুরে ব্লাড ব্যাংকের জন্য বারবার আবেদন করে আসছেন। কিন্তু কোন সুফল পাচ্ছে না! ৫০ শয্যা হাসপাতালে প্রতিদিন রোগী ভর্তি হচ্ছে দেড়শরো বেশি। এত রোগীদের চিকিৎসা সেবা দিতেও হিমছিম খাচ্ছে চিকিৎসকরা। নতুন ডাক্তার যোগদানের আগেই এ চাপের কথা শুনেই পোস্টিং বাতিল করে অন্য জায়গায় সির্ফট হচ্ছেন। এতে করে ডাক্তারও কমছে অত্র হাসপাতালে।
স্বেচ্ছায় রক্তদানে ফুলপুরবাসী সংগঠনের  প্রতিষ্ঠাতা ও সভাপতি জানান, আমরা আশা করবো ফুলপুরবাসি সহ সকল স্বেচ্ছাসেবী ভাই বোনরা আপনারা আমাদের সাথে একাত্মতা পোষণ করে ফুলপুরে ব্লাড ব্যাংক এর দাবিতে সামনে দিকে এগিয়ে আসবেন। জনগণের কল্যাণে আমাদেরকে সঠিক পরামর্শ ও উৎসাহ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি