তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর ও গৌরীপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২জন কে আটক করেছেন। জানা যায়, ফুলপুরে গ্রেফতারকৃত ব্যক্তি আওয়ামী লীগের নেতা বুলবুল মাস্টার(৫৩)। সে ওই উপজেরার কাতুলী গ্রামের মৃত আব্দুল কাদির মাস্টারের ছেলে। তাকে নিজ এলাকা থেকে ১২ই ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাত ১টায় পুলিশ গ্রেপ্তার করেন। সে ফুলপুর থানার মামলা নং-৪, তারিখ-২৫/৮/২০২৪; ধারা-15(3) The Special Powers Act, 1974; তৎসহ 143/448/380/427 The Penal Code, 1860 ওয়ারেন্ট ভুক্ত আসামি। অপর দিকে গৌরীপুর উপজেলার ডৌহখলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ আশরাফুল ইসলাম হৃদয় কে ১১ই ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তাতকুড়া এলাকা থেকে তাকে আটক করে গৌরীপুর থানা পুলিশ। গ্রেফতার হওয়া ছাত্রলীগ নেতা হৃদয় উপজেলার তাতকুড়া (আমতলা) গ্রামের শহিদুল হকের ছেলে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুল হাদি এবং গৌরীপুর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মাযহারুল আনোয়ার সংবাদকর্মী তপু রায়হান রাব্বী কে জানান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী সারাদেশের “অপারেশন ডেভিল হ্যান্ট” অভিযানের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের উপর আইনগত ব্যবস্থা গ্রহণ করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়।