বরগুনা প্রতিনিধিঃ- স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে আদালতে মামলা করেছে স্ত্রী হোসনেয়ারা। মামলা সুত্রে জানাযায়, গত ১৫ জুলাই ২০২২ ইংরেজি তারিখ পটুয়াখালীর পলাচিপা উপজেলার ২নং গোলখালী ইউনিয়নের চর বাদুরা গ্রামের মোঃ সামাদ ওরফে শানু মৃধার ছেলে মোঃ আশিকুর রহমান বরগুনা আমতলী উপজেলার ৩নং আঠারগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের মোঃ শাহজাহান প্যাদার মেয়ে হোসনেয়ারাকে পারিবারিক ভাবেই বিয়ে করেন। বিবাহের সময় হোসনেয়ারার পিতা-মাতা ও অভিভাবকগণ স্বর্ণালংকার এবং আরো বহু মূল্যবান উপহার সামগ্রী সহ অনুমান ৬ লক্ষ টাকা খরচ করিয়া আনুষ্ঠানিক ভাবে হোসনেয়ারাকে আশিকুর রহমানের বাড়িতে তুলিয়া দেয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী আশিকুর রহমান ও তার পরিবারের লোকজন বিভিন্ন সময় স্ত্রী হোসনেয়ারাকে যৌতুক দাবি করিয়া জ্বালা যন্ত্রণা দিতে থাকে, স্ত্রী হোসনেয়ারাও তার বাবা মা এবং মামার কাছ থেকে টাকা পয়সা নিয়ে স্বামীর বাড়ির লোকদের চাহিদা মেটানোর চেষ্টা করে, কিন্তু তাতে হোসনেয়ারার স্বামীর বাড়ির লোকজন সন্তুষ্ট নয়। ঘটনার একমাস পূর্বে স্বামী আশিকুর রহমান মোটরসাইকেল ক্রয়ের জন্য স্ত্রী হোসনেয়ারার বাবার বাড়ি থেকে আরও ৩ লাখ টাকা যৌতুক নিয়ে আসতে বলে। একমাস অতিবাহিত হওয়ার পরেও হোসনেয়ারার বাবা এত টাকা দিতে না পাড়ায় স্বামী আশিকুর রহমান হোসনেয়ারাকে তাঁর মামার বাড়িতে রেখে চলে যায়। হোসনেয়ারা অনেক কান্নাকাটি করলে মামলায় উল্লেখিত সাক্ষীরা হোসনেয়ারাকে আসামীদের সাথে নেওয়ার জন্য অনুরোধ করলেও আসামীরা হোসনেয়ারাকে তাঁর মামার বাড়িতে ফালাইয়া রাখিয়া ১নং আসামী আশিকুর রহমান তালাকের হুমকী দিয়া চলিয়া যায়। এ ঘটনায় গত ১৩ আগষ্ট ২০২৩ ইং তারিখে ভুক্তভোগী হোসনেয়ারা (২২) বাদি হয়ে তার স্বামী আশিকুর রহমান (২৮), ভাসুর মাসুদ মৃধা (৪৫), শশুর সামাদ ওপরে শানু মৃধা (৬৫) ও শাশুড়ী ছালেহা বেগম (৬০) কে আসামী করে মোকাম বরগুনা বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনের-৩ ধারায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নাম্বার সিআর- ৯৮৬/২৩ইং।আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে মামলার প্রধান আসামী আশিকুর রহমানের বিরুদ্ধে সমন জারী করেন। এ মামলার প্রধান আসামী আশিকুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন এবিষয়ে মোবাইল ফোনে কোন কথা বলবেন না।