নিজস্ব সংবাদদাতা: “ইসলামী শ্রম নীতি বাস্তবায়নে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে” এ-ই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে “যাকাত শীর্ষক” আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী। শুক্রবার (৭ মার্চ) বিকেলে নগরীর চাষাঢ়ায় অবস্থিত এক আভিজাতিক রেষ্টুরেন্টে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রেীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী এর কেন্দ্রেীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রেীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন।
অনুষ্ঠানে এসময় বক্তারা বলেন- ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্যে দিয়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে, তা কোনভাবেই নষ্ট করতে দেওয়া যাবেনা। স্বৈরাচারের আমলে যারা জুলুম লুন্ঠন করেছে, তাদের এখন শক্ত হাতে কঠোরভাবে প্রতিহত করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন- শ্রমিকের ঘাম শুখানোর আগে তাদের ন্যায পাওনা প্ররিশোধ করতে হবে। সমাজে ইসলামী শ্রম নীতি বাস্তবায়নে যাকাত ভিক্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে, তাহলেই দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব।
উক্ত যাকাত শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন মুন্না’র সঞ্চালনায় বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আগত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।