রাকিব হোসেন মিলন বিশেষ প্রতিনিধি:লেবাননে ভিসা পাওয়া যাত্রীদের ম্যানপাওয়ার বহির্গমনের অনুমতির দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মার্চ) সকাল ১১টায় রাজধানীর কাকরাইলে প্রবাসী কল্যাণ ভবনের সংলগ্ন রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রায় দুই শতাধিক লেবাননগামী ভুক্তভোগী প্রবাসী অংশগ্রহণ করেন। তারা দাবি জানান, যেন দ্রুততম সময়ের মধ্যে তাদের ম্যানপাওয়ার বহির্গমনের অনুমতি প্রদান করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী একাধিক ব্যক্তি জানান, তারা যথাযথ প্রক্রিয়ায় ভিসা সংগ্রহ করেছেন, কিন্তু এখনো অনুমতি না পাওয়ায় বিদেশ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। এতে তাদের আর্থিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
এক ভুক্তভোগী যাত্রী বলেন, “আমরা সরকারি নিয়ম মেনেই ভিসা সংগ্রহ করেছি। এখন কেন আটকে থাকতে হবে? দ্রুত বহির্গমনের অনুমতি না দিলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, যদি দ্রুত সিদ্ধান্ত নেওয়া না হয়, তাহলে তারা পরবর্তী কর্মসূচি হিসেবে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে মানববন্ধনকারীরা দ্রুত সমাধানের দাবি জানিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।