বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী বাউফলের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান ও সিনিয়র শিক্ষক আলতাফ হোসেনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে পটুয়াখালী জেলা বারের সদস্য মো. জাহাঙ্গীর হোসেনের বির“দ্ধে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধান শিক্ষক মিজানুর রহমান। তিনি বলেন, পাবলিক প্রসিকিউটর মো. জাহাঙ্গীর হোসেন ক্ষমতার অপব্যবহার করে শিক্ষকদের হয়রানী করছে। তিনি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হতে না পেরে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের হুমকী দিয়েছেন এবং স্কুলের সুনাম ক্ষুন্ন করেছেন। তিনি এলাকায় এসে বিভিন্ন মানুষদের হুমকী ধমকী দিয়ে বেড়াচ্ছেন। আমরা জেলা ও দায়রা জজ আদালত বারে তার কুকর্মের বির“দ্ধে অভিযোগ দিবো। আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সূর্যমনি ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন, স্কুল প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের পরিবারের সদস্য মো. বিপব, অভিভাবক সদস্য আমিনুল ইসলাম, অবসর প্রাপ্ত শিক্ষক আনছার উদ্দিন আহম্মেদ, আবদুল হক হাওলাদার সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও স্থানীয় সূধী।